জগন্নাথপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নে বুধরাইল গ্রামে পানিতে ডুবে শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৯ আগষ্ট) দুপুরে এ ঘটনা ঘটে। বুধরাইল গ্রামে বাড়ির পাশে বোর জমিনের পানিতে পড়ে ডুবে যায় শাহারিয়া (৩০মাস) নামের শিশুটি। নিহত শাহারিয়া একই গ্রামের নজির মিয়ার ছেলে ।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
নিহত শিশুর বাবা নজির মিয়া বলেন, দুপুরে বাচ্চার মা খাওয়া দাওয়া করিয়ে কাজে যান। আধাঘন্টা পর এসে দেখেন জমিনে কোনো এক ফাঁকে সবার অজান্তে বাড়ির সামনে বোর জমিনের পড়ে মৃত্যু বরণ করে। পরে তারা পানিতে মৃত অবস্থায় দেখতে পান। পরে পরিবারের লোকজন বাড়ি সামনের বোর জমিনে পানিতে শিশুটির মরদেহ ভাসতে দেখেন। তখন তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
এ বিষয়ে ওয়ার্ড মেম্বার আকিক মিয়া বলেন, বাড়ি পাশে বোর জমিনে মৃত্যু অবস্থায় শিশুটির মা দেখতে পান। পরে জগন্নাথপুর থানায় খবর দিলে এস আই জিন্নাহ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।