আর্কাইভ থেকে ক্রিকেট

এশিয়া কাপ এবং বাংলাদেশের ফাইনাল বাধা  

সালটা ২০১২, এশিয়া কাপের ফাইনাল, পাকিস্তানের বিপক্ষে শেষ দুই বলে দরকার ৪ রান। পঞ্চম বলে আউট আব্দুর রাজ্জাক, শেষ বলে লেগ-বাইয়ে ১ রান। তামিম ইকবালের অসহায় চাহনি, কাঁচের আড়ালে বসে থাকা সাকিব যেন হারিয়ে ফেলেছেন উঠে দাঁড়ানোর শক্তি।

ব্যাট হাতে ক্রিজে থাকা মাহমুদউল্লাহ হয়তো কান্না লুকানোর চেষ্টা করেছিলেন। তবে সেদিন চোখের পানি ছিল অবধ্য। সাকিবকে জড়িয়ে ধরে মুশফিকের বাচ্চার মতো কান্না। কাঁদেছিলো পুরো বাংলাদেশ, কেঁদেছিলাম আমিও, কেঁদেছিলেন আপনিও।

সেই চোখের জল মুছে দেওয়ার সুযোগ আসলো, সালটা ২০১৬। প্রথমবারের মতো সেবার এশিয়া কাপ টি-টোয়েন্টি ফরম্যাটে। আবারও ফাইনালে বাংলাদেশ। তবে না, হলো না! ভারতে কাছে পাত্তাই পেলনা মাশরাফি মরতোজারা।

২০১৮ তে এশিয়ার ক্রিকেটের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে আবারও ফাইনালে লাল-সবুজের দেশটা। আপনার আমার মনে আশার আলো। এবার হয়তো হবে। হয়েও গিয়েছিল প্রায়! তবে শেষ পর্যন্ত হয়নি! শেষ বলে জয় তুলে নিলো টিম ইন্ডিয়া।

তিনটি ফাইনালে খেলে ছোয়া হয়নি সোনালি রঙ্গের ট্রফিটা! আরও একটা এশিয়া কাপ দোরগোড়ায়।

সাকিব আল হাসানকে বলা হয় বাংলার ক্রিকেটের মেসি। আর্জেন্টাইন জাদুকর তো শেষ সময়ে এসে জিতেছে কোপা আমেরিকা। তারপর এসেছে বিশ্বকাপ! সাকিবকে নিয়েও কি এমন একটা স্বপ্ন দেখা যায় না!

 

এ সম্পর্কিত আরও পড়ুন