আর্কাইভ থেকে বাংলাদেশ

বরিশালে করোনায় শনাক্তের হার ৩৯ দশমিক ৬৮

করোনায় গেলো ২৪ ঘণ্টায় কেউ মারা যায়নি বরিশাল বিভাগে। শনাক্ত হয়েছেন ২৪৮ জন। তবে আগের তুলনায় শনাক্তের হার কিছুটা কমেছে ৩৯ দশমিক ৬৮ শতাংশ। সুস্থ হয়েছেন ২৬৭ জন।

আজ মঙ্গলবার (০৮ ফেব্রুয়ারি) বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. হুমায়ন শাহীন খান এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি জানান, গেলো ২৪ ঘণ্টায় বরিশাল জেলায় সর্বোচ্চ শনাক্ত হয়েছে ১০৩ জন। এ পর্যন্ত জেলায় আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৬০৫ জন। সুস্থ হয়েছেন ১৮ হাজার ৮২৭ জন। মোট মারা গেছেন ২৩২ জন। 

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের তথ্য সংরক্ষক জাকারিয়া খান স্বপন জানান, একদিনে ১৮৯ জনের নমুনা আরটি পিসিআর ল্যাবে পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৭৫ জন পজিটিভ ও ১০২ জনের নেগেটিভ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৯ দশমিক ৬৮ শতাংশ। করোনা ইউনিটে বর্তমানে মোট রোগী ভর্তি আছেন ২৪ জন। এর মধ্যে ২১ জন করোনা পজিটিভ।  

২০২০ সালের ৯ মার্চ প্রথম বরিশাল বিভাগের পটুয়াখালী জেলায় করোনা রোগী শনাক্ত হয়। সেই থেকে ২০২২ সালের আজ সকাল ৮টা পর্যন্ত বিভাগের ছয় জেলায় মোট শনাক্ত হয়েছে ৫১ হাজার ৫০ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৮৪ জন এবং সুস্থ হয়েছেন ৪৬ হাজার ৮৮ জন।

তাসনিয়া রহমান

 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন