আর্কাইভ থেকে দেশজুড়ে

সুন্দরবন খুলছে কাল

তিনমাস বন্ধ থাকার পর কাল থেকে পর্যটকদের জন্য ফের খুলছে সুন্দরবন। পরিবেশবান্ধব পর্যটন নিশ্চিত করতে এই প্রথম একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক পণ্য ব্যবহার নিষিদ্ধ করেছে বন বিভাগ। জীববৈচিত্র রক্ষায় জুন থেকে আগস্ট পর্যন্ত বন্ধ ছিল সুন্দরবনের পর্যটন স্পটগুলো।

শুক্রবার (১ আগস্ট) থেকে ভ্রমণ পিপাসুদের তৃষ্ণা মেটাতে করমজল, হারবাড়িয়া, কটকা কচিখালী, হিরোন পয়েন্ট, দুবলার চরসহ জনপ্রিয় কেন্দ্রগুলো খুলে যাচ্ছে।

এ ব্যাপারে খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিন বিভাগের অধ্যাপক ড. মো. ওয়াসিউল ইসলাম বলেন, সুন্দরবনে যে জনপ্রিয় ৫টি পর্যটন স্পট ছিল, তা ছাড়াও আমরা আরও দুটি নতুন ট্যুরিস্ট স্পট সৃষ্টি করেছি। সেখানে বিভিন্ন জায়গায় টাওয়ার তৈরি করা হয়েছে। টাওয়ার থেকে ডলফিন দেখা যাবে।

শুধু পর্যটক নয় তিনমাস ছিল না জেলে বাওয়ালীদেরও প্রবেশাধিকার। সংশ্লিষ্টরা বলছেন, এতে বনের প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য বেড়েছে।

গেল বছর পূর্ব সুন্দরবন বিভাগে দেশি পর্যাটক সংখ্যা ছিল ১ লাখ ৩৭ হাজারের কিছু বেশি। রাজস্ব আদায় হয়েছিল প্রায় ১ কোটি ৯০ লাখ টাকা।

এ সম্পর্কিত আরও পড়ুন