আর্কাইভ থেকে আবহাওয়া

ঝুম বৃষ্টিতে ভিজলো ঢাকা

তীব্র তাপদাহের পর বৃষ্টিতে ভিজলো ঢাকা। সকালে রোদ দেখা গেলেও সাড়ে ৯টার পর রাজধানীর আকাশ ছেয়ে যায় মেঘে।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকাল পৌনে ১০টা নাগাদ রাজধানী জুড়ে বৃষ্টি শুরু হয়। এতে কিছুটা হলেও স্বস্তি মিলেছে রাজধানীবাসীর।

এদিন সকাল সূর্য উঁকি দেয়ার চেষ্টা করলেও শরতের আকাশে মেঘেদের আনাগোনায় পেরে উঠছে না। পরিস্থিতি দেখে মনে হচ্ছে আরো বৃষ্টি হতে পারে।

বুধবার রাতে আবহাওয়া সবশেষ পূর্বাভাসে বলা হয়েছে, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও খুলনা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

তাপপ্রবাহের বিষয়ে বলা হয়েছে, ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, রাজশাহী, সিরাজগঞ্জ, দিনাজপুর, সৈয়দপুর, কুড়িগ্রাম, ফেনী, যশোর, চুয়াডাঙ্গা, বরিশাল, ভোলা জেলাসহ সিলেট ও ময়মনসিংহ বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা হতে প্রশমিত হতে পারে।

সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এ সম্পর্কিত আরও পড়ুন