আর্কাইভ থেকে বাংলাদেশ

ইসরাইলির গুলিতে প্রাণ হারালো ৩ ফিলিস্তিনি

কোনোভাবেই থামছে না ইসরাইলি আগ্রাসন। ইসরাইলের নিরাপত্তা বাহিনীর গুলিতে তিন ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন। 

স্থানীয় সময় মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) ইসরাইল অধ্যুষিত পশ্চিম তীরের নাবলুস শহরে এ হত্যাকাণ্ড চালানো হয়। সূত্র: গণমাধ্যম দ্য নিউ আরব।

ইসরাইলের নিরাপত্তাবাহিনীর দাবি, নিহতরা অস্ত্রসহ একটি গাড়িতে অবস্থান করছিলো। সম্প্রতি কয়েকটি হত্যাকাণ্ডে ওই ব্যক্তিরা জড়িত ছিল। গত কয়েক সপ্তাহ যাবত ওয়েস্ট ব্যাংকে ইসরাইলি মানুষকে লক্ষ্য করে হামলা ও সন্ত্রাসি কার্যক্রম চালাচ্ছিলো। 

অন্যদিকে ওই তিন নাগরিক হত্যার তদন্ত আন্তর্জাতিকভাবে করার দাবি জানিয়েছে ফিলিস্তিন কর্তৃপক্ষ।  

ফিলিস্তিনের গণমাধ্যম ওয়াফা জানিয়েছে, নিহতরা গাড়িতে করে যাচ্ছিলেন। আর তাদের গাড়ি লক্ষ্য করে হামলা করে ইসরাইল।  সশস্ত্র সংগঠন গোষ্ঠি ফাতাহ নিহতদের নিজেদের সদস্য বলে দাবি করেছে।

এর আগে পশ্চিমতীরের নাবলুসের বালাতা শরণার্থী শিবিরে অভিযান চালায় ইসরাইলি বাহিনী। এ সময় তাদের গুলিতে ২১ বছর বয়সী এক যুবক প্রাণ হারান। 

গণমাধ্যম জানায়, ধস্তাধস্তির এক পর্যায়ে বাকের মোহাম্মদ হাশাস নামের ওই যুবকের মাথায় গুলি করে ইসরাইলি সেনারা।

তাসনিয়া রহমান

এ সম্পর্কিত আরও পড়ুন