আর্কাইভ থেকে দেশজুড়ে

নাটোরে যুবলীগ কর্মী হত্যাকাণ্ডের মূল হোতা গ্রেপ্তার

নাটোরের লালপুরে যুবলীগ কর্মী নাজমুল হত্যা মামলার অন্যতম পলাতক আসামী হালিমকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৩১ আগস্ট) ভোর ৬টার দিকে র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে চুয়াডাঙ্গার দর্শনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর হালিমকে লালপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব জানায়, র‌্যাব-৫ তথ্য প্রযুক্তির মাধ্যমে জানতে পারে নাটোরের যুবলীগ কর্মী নাজমুল হত্যা মামলার  অন্যতম আসামী হালিম চুয়াডাঙ্গার দর্শনায় আত্মগোপন করে আছে। আজ ভোরে চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানা এলাকা অভিযান পরিচালনা করে। এসময়  হালিমকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, গেলো ১৯ আগস্ট আসামী হালিম এবং দলবল নিয়ে যুবলীগ কর্মী নাজমুলকে হত্যার পরিকল্পনা করে। পরিকল্পনা মোতাবেক হালিম এবং তার দল মোটরসাইকেল পার্কিং এর অজুহাতে লালপুরের নানদা (নান্দ) গ্রামের বটতলায় নাজমুলের সাথে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ঝগড়া শুরু করে। ঝগড়ার একপর্যায়ে নাজমুলকে হালিম এবং জিয়া ছুরিকাঘাত করে। এ ঘটনায় নাজমুল মারা যায়। তবে ঘটনার পর থেকেই আসামীরা আত্মগোপনে চলে যায়। পরে মামলার এজাহারের উপর ভিত্তি করে ছায়া তদন্ত করে র‌্যাব-৫।

এ সম্পর্কিত আরও পড়ুন