আর্কাইভ থেকে আওয়ামী লীগ

ছাত্রলীগ নেতাকর্মীদের পদচারণায় সোহরাওয়ার্দী উদ্যান মুখরিত

দেশের বিভিন্ন জেলা থেকে ছাত্রনেতা ও সাধারণ শিক্ষার্থীরা সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের ছাত্র সমাবেশে যোগ দিয়েছেন। একের পর এক মিছিলে মুখরিত হচ্ছে ঐতিহাসিক উদ্যানের চারপাশ। শুক্রবার সরজমিন ঘুরে দেখা গেছে, বিকাল ৩টায় সমাবেশে শুরু হওয়ার কথা থাকলেও দুপুর ১২টার দিকে উদ্যানের গেট খুলে দেয়া হয়। সকাল থেকেই নেতাকর্মীরা সমাবেশস্থলের বিভিন্ন গেটে এসে ভিড় করেন। ছাত্রলীগের মহাসমাবেশে সারাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের অংশ নিতে রাজধানীর বিভিন্ন স্থানে সকাল থেকেই অবস্থান করেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করতে দেখা যায়। দুপুর ১টার পর থেকে রাজধানীর বাইরে থেকে আসা সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগের কর্মীদের ভিড় বাড়ে সমাবেশের প্রবেশমুখে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি গেট, বাংলা একাডেমি সামনের অংশ, কালী মন্দির গেট ও রমনার আইইবির সামনের গেটে ভিড় করেন নেতাকর্মীরা। এতে সমাবেশ স্থলের প্রবেশ মুখেই দীর্ঘ জট সৃষ্টি হয়। বিকেল ৩টায় সোহরাওয়ার্দী উদ্যানে এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভাপতিত্ব করবেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন। এছাড়া আওয়ামী লীগের সিনিয়র ও ছাত্রলীগের সাবেক নেতাকর্মীরাও উপস্থিত থাকবেন।

এ সম্পর্কিত আরও পড়ুন