আর্কাইভ থেকে বাংলাদেশ

গরুপাচার মামলায় দেবকে নোটিশ পাঠাল সিবিআই

কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার নোটিশে আগামী ১৫ ফেব্রুয়ারি নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছে তৃণমূল সাংসদ দেবকে।

গরুপাচার মামলায় তৃণমূল সাংসদ এবং অভিনেতা দেবকে নোটিস পাঠাল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। ওই নোটিসে আগামী ১৫ ফেব্রুয়ারি নিজাম প্যালেসে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দফতরে হাজিরা দিতে বলা হয়েছে দেবকে। তবে গরু পাচার কাণ্ডের সঙ্গে তৃণমূলের সাংসদ- অভিনেতা দেব কী ভাবে যুক্ত সে ব্যাপারে কোনও আলোকপাত করা হয়নি। তবে সূত্রের খবর বিভিন্ন সাক্ষীর বয়ানে উঠে এসেছে দেবের নাম।

গরু ও কয়লা পাচার কাণ্ডের তদন্তে রাজ্য পুলিশের বেশ কয়েক জন কর্তা ও নিচু তলার কিছু ইনস্পেক্টরকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই ও ইডি। গরু পাচারের লভ্যাংশের টাকার ক্ষেত্রে কিছু প্রভাবশালী ব্যক্তির যোগ স্পষ্ট হয়েছে বলে সিবিআইয়ের তদন্তে উঠে এসেছে।

 

 বিস্তারিত আসছে...
 

এ সম্পর্কিত আরও পড়ুন