আর্কাইভ থেকে দেশজুড়ে

বোদায় অগ্নিকাণ্ডে ২২ টি দোকান আগুনে পুড়ে ছাই

পঞ্চগড়ে বোদায় বিদ্যুতের শর্ট সার্কিটের আগুনে প্রায় ২২ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। প্রায় কোটি টাকার মালামাল ও সম্পদ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

শনিবার (২ সেপ্টেম্বর) রাত ১২.৪৫ মিনিটে বোদা বাজারস্থ চৌধুরী মার্কেটের একটি সুতার দোকান হতে আগুনের সূত্রপাত হয়। আগুনে মোবাইল সার্ভিসিং,মসলার দোকান,মুদির দোকান চা স্টল ও সুতার দোকান পুড়ে যায়। খবর পেয়ে বোদা, পঞ্চগড় ও ঠাকুরগাও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইউনিট ২ ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এর আগেই ২২টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। তবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। এই ঘটনায় কিছু কিছু দোকানে লুটপাটের অভিযোগ পাওয়া যায়।

ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক সাহিদুল জানান,খবর পেয়ে আমরা ঠাকুরগাঁ থেকে আসি। প্রাথমিকভাবে জানতে পারি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় এতে প্রায় ২২ টি দোকান পুড়ে যায়। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি নিরূপণ করা সম্ভব হয়নি। তদন্ত করে ক্ষয়ক্ষতি নিরূপণ করা হবে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন