আর্কাইভ থেকে ফুটবল

হলান্ডের হ্যাটট্রিকে বড় জয় সিটির

টানা তিন ম্যাচে ইতিহাদের দর্শকরা দেখাননি  আর্লিং হলান্ড  গোল। তবে চতুর্থ ম্যাচে এসে তা ‘সুদে আসলে’ পূরণ করলেন তিনি।  হ্যাটট্রিক করে ম্যানচেস্টার সিটিকে বিশাল জয় এনে দিয়েছেন তিন।

শনিবার রাতে ঘরের মাঠে ফুলহ্যামকে ৫-১ গোলে হারিয়েছে ম্যানসিটি।  ম্যাচের প্রথমার্ধ ২-১ গোলে শেষ করে সিটিজেনরা। প্রথমে দলকে লিড এনে অ্যাটাকিং মিডফিল্ডে খেলা আর্জেন্টাইন স্ট্রাইকার হুলিয়ান আলভারেজ। ৩৩ মিনিটে সমতায় ফেরে ফুলহ্যাম।  প্রথমার্ধের শেষ বাঁশির আগে ডাচ ডিফেন্ডার নাথান একে গোল করে দলকে লিডে রেখে প্রথমার্ধ শেষ করান।

প্রথমার্ধে গোল না পাওয়া হলান্ডই পরের অর্ধে করেন তিন গোল। ৫৮ মিনিটে প্রথম গোলটি করেন ফুলহাম রক্ষণের ভুলে পেয়ে। আর ৭০ মিনিটে দ্বিতীয় গোল করেন আলভারেজ পেনাল্টি আদায় করলে সেটা কাজে লাগিয়ে।

এই গোলেই প্রিমিয়ার লিগে দারুণ এক রেকর্ডে নাম লেখান হলান্ড। মাত্র ৩৯ ম্যাচেই প্রিমিয়ার লিগে ৫০ গোলে অবদান (৪১ গোল, ৯ অ্যাসিস্ট) রাখেন নরওয়েজীয় এই ফরোয়ার্ড। প্রিমিয়ার লিগ ইতিহাসে এত দ্রুত এই মাইলফলক কেউ স্পর্শ করতে পারেননি। এত দিন শীর্ষে ছিল অ্যান্ড্রু কোলের ৪৩ ম্যাচে ৫০ গোলে অবদান।

এরপর অতিরিক্ত সময়ে গোল করে হালান্ড নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন। দলের বড় জয় এনে দেন।

 

এ সম্পর্কিত আরও পড়ুন