আর্কাইভ থেকে বাংলাদেশ

দেশে মামলা করে কোনো লাভ নেই :মির্জা ফখরুল

এই নির্বাচন কমিশন চরমভাবে ব্যর্থ। তাদের বিরুদ্ধে মামলা করা উচিত। কারণ তারা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে। বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ।

আজ শুক্রবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে শহরের কালিবাড়ি এলাকায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আমরা তাদের বিরুদ্ধে মামলা করবো কি না এ সিদ্ধান্ত পরে নেব। কারণ এ দেশে মামলা করে কোনো লাভ হয় না।

সার্চ কমিটিকে মানি না উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, সার্চ কমিটিতে কারো নাম দেব না। এই সার্চ কমিটির কাছে নিরপেক্ষতা আশা করার কোন মানে নেই। তারা তাদের লোকদের নাম দিয়ে সার্চ কমিটি গঠন করছে।

তিনি বলেন, এই সরকারের অধিনে আগামী কোনো নির্বাচনে বিএনপি অংশ নেবে না। আর দলকে নতুনভাবে সাজানো হচ্ছে। খুব দ্রুত অঙ্গ সংগঠন ও মূল দলের কমিটি নতুনভাবে গঠন করা হবে। জাতীয় ঐক্য গঠনে আমরা কাজ করে যাচ্ছি। অন্য রাজনৈতিক দলের সঙ্গে অআনুষ্ঠানিক আলোচনা চলছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সহ-সভাপতি আল মামুন আলম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফয়সাল আমিন, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ ও বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা।

 

এসআই/

এ সম্পর্কিত আরও পড়ুন