আর্কাইভ থেকে ঢালিউড

দেশেজুড়ে চলছে শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু

বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে আজ শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সারাদেশে একযোগে মুক্তি পেয়েছে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের চলচ্চিত্র ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু’। করোনার কারণে দীর্ঘদিন আটকে থাকার পর অবশেষে মুক্তি পেলো বাপ্পী চৌধুরী-অপু বিশ্বাস জুটির এই সিনেমা। এই প্রথম জুটি করেছেন জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস ও নায়ক বাপ্পী চৌধুরী। 

আজ শুক্রবার ( ১১ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মধুমিতা সিনেমা হলে প্রথম শো উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। এসময় শিল্পী সমিতির নবনির্বাচিত সভাপতি ইলিয়াস কাঞ্চন ছাড়াও উপস্থিত ছিলেন পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান। প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু, পরিচালক দেবাশীষ বিশ্বাস, নায়ক বাপ্পী চৌধুরীসহ অনেকে।

দেবাশীষ বিশ্বাস পরিচালিত তারকাবহুল রোমান্টিক ও কমেডি ঘরানার সিনেমাটিতে বাপ্পী-অপু ছাড়াও আরও অভিনয় করেছেন প্রয়াত সাদেক বাচ্চু, আফজাল শরীফ, কাবিলা, চিকন আলীসহ অনেকে। সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন কুমার শানু, আকাশ সেন, ইমরান ও লিজা। সংগীত পরিচালনায় ছিলেন প্রয়াত আহমেদ ইমতিয়াজ বুলবুল, ইমন সাহা, শ্রী প্রীতম, আকাশ সেন। আবহসংগীত করেছেন ইমন সাহা। 

২০০১ সালে মুক্তি পেয়েছিলো ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ সিনেমাটি। যেটার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন রিয়াজ ও শাবনূর। দেবাশীষ বিশ্বাস পরিচালিত সিনেমাটি দারুণ জনপ্রিয়তা পেয়েছিল। শহর থেকে গ্রাম সবখানে এই সিনেমার আবেদন ছড়িয়ে পড়েছিলো।

দুই দশক পর এবার মুক্তি পেলো‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু’। নির্মাতা দেবাশীষ জানান, ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ সিনেমার সিক্যুয়েল নয়। সম্পূর্ণ নতুন গল্পে এটি নির্মিত হয়েছে। কেবল নামে মিল রয়েছে দুটি সিনেমার মধ্যে। 

দেশের ২৫টি সিনেমা হলে মুক্তি প্রদর্শিত হচ্ছে এটি। একনজরে দেখে নিন সারাদেশের যেসব হলে মুক্তি পাচ্ছে 'শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু'-

স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা), ব্লকবাস্টার (যমুনা), সীমান্ত সম্ভাব (জিগাতলা), সনি সিনেপ্লেক্স (মিরপুর), শ্যামলী (ঢাকা), মধুমিতা (ঢাকা), চিত্রামহল (ঢাকা), গীত (ঢাকা), বিজিবি (ঢাকা), আনন্দ (ঢাকা), সেনা (ঢাকা), নিউ গুলশান (জিঞ্জিরা), চাঁদমহল (কাঁচপুর), নন্দিতা (সিলেট), রূপকথা (শ্রীপুর), সেনা (সাভার), চন্দ্রিমা (শ্রীপুর), নবীন (মানিকগঞ্জ), রূপকথা (পাবনা), মধুবন (বগুড়া), নিউ মেট্রো (নারায়ণগঞ্জ), শঙ্খ (খুলনা), চিত্রালী (খুলনা), বনলতা (ফরিদপুর), সিলভার স্ক্রিন (চট্টগ্রাম)।

হাসিব মোহাম্মদ

এ সম্পর্কিত আরও পড়ুন