ঢাকা-নেপিদো বৈঠক আজ
চলতি বছর ডিসেম্বরের মধ্যে পাইলট প্রকল্পের আওতায় কিছু রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠাতে চায় বাংলাদেশ। এতে মিয়ানমারের দিক থেকেও সম্মতি রয়েছে। সে লক্ষ্যে আজ সোমবার (৪ আগস্ট) মিয়ানমারে ঢাকা-নেপিদোর মহাপরিচালক পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে।
চীনের মধ্যস্থতায় যেকোনো সময় রোহিঙ্গাদের প্রত্যাবাসন করতে রাজি মিয়ানমার।
তবে অতীত অভিজ্ঞতা বিবেচনায় হিসাব-নিকাশ কষেই এ প্রক্রিয়া শুরু করতে চায় বাংলাদেশ।
জানা গেছে, মিয়ানমারে হতে যাওয়া মহাপরিচালক পর্যায়ের বৈঠকে শুরুতে কত রোহিঙ্গা প্রত্যাবাসন করতে চায় নেপিদো সে বিষয়ে জানতে চাইবে ঢাকা। রোহিঙ্গাদের রাখাইনে ফেরাতে মিয়ানমারের উদ্যোগ বিশেষ করে রোহিঙ্গাদের আস্থা অর্জনের বিষয়েও জোর দেবে ঢাকা।
গত শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার অনুবিভাগের মহাপরিচালক মিয়া মো. মাইনুল কবিরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল নেপিদো গেছেন।