আর্কাইভ থেকে ক্রিকেট

টস জিতে নেপালকে ব্যাটিংয়ে পাঠিয়েছে ভারত

টস জিতে নেপালকে ব্যাটিংয়ে পাঠিয়েছে ভারত।

আজ সোমবার (৪ সেপ্টেম্বর)এই ম্যাচে টস করতে নামলেন দুই রোহিত। ভারতের অধিনায়ক রোহিত শর্মা এবং নেপালের অধিনায়ক রোহিত পাডৌলে। তবে টসে জয় হয়েছে বড় রোহিতের।

এশিয়া কাপে নবাগত নেপাল প্রথম ম্যাচ খেলেছিলো পাকিস্তানের বিপক্ষে। ওই ম্যাচে ২৩৮ রানে হেরেছিলো নেপালিরা।

পাকিস্তান এ-গ্রুপ থেকে ইতোমধ্যে সুপার ফোর নিশ্চিত করেছে। দ্বিতীয় দল হিসেবে সুপার ফোরে উঠতে হলে নেপালকে হারানো ছাড়া উপায় নেই ভারতের সামনে। তবে বৃষ্টির কারণে এই ম্যাচটিও যদি পরিত্যক্ত হয়, দুই ম্যাচে দুই পয়েন্ট নিয়ে দ্বিতীয় পর্ব নিশ্চিত করবে ভারত।

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, ইশান কিশান (উইকেট কিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, এবং মোহাম্মদ শামি।

নেপাল একাদশ : কুশল ভুর্তেল, আসিফ শেখ (উইকেটকিপার), রোহিত পাউডেল (অধিনায়ক), সোমপাল কামি, গুলসান ঝা, ভিম শর্কি, দীপেন্দ্র সিং আইরি, কুশল মাল্লা, সন্দীপ লামিচানে, করণ কেসি এবং ললিত রাজবংশী।

এ সম্পর্কিত আরও পড়ুন