আর্কাইভ থেকে আইন-বিচার

বিএনপি নেতা চাঁদের রিমান্ড ও জামিন নামঞ্জুর

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকিদাতা রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের রিমান্ড ও জামিন নামঞ্জুর করেছেন কিশোরগঞ্জ আদালত।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে নিয়ে আসা হয়। রোববার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় চাঁদকে রাজশাহী কারাগার থেকে কিশোরগঞ্জ কারাগারে আনা হয়।

জানা গেছে, মঙ্গলবার দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা সদর মডেল থানার ইন্সপেক্টর মোবারক হোসেন সাত দিনের রিমান্ডের আবেদন করলে দীর্ঘ শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৫ এর বিচারক রাশিদুল আমিন ওই রায় দেন।

এদিকে সোমবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় চাঁদকে কড়া পুলিশ পাহারায় কিশোরগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানায় আনা হয়। পরে একই দিন বেলা সাড়ে ১১টার সময় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৫ এর বিচারক রাশিদুল আমিনের আদালতে তোলা হলে তাকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়।

কিশোরগঞ্জের কারাধ্যক্ষ (জেলার) আসাদুর রহমান জানান, কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ আশফাকুল ইসলাম টিটুর করা মামলায় হাজিরা দিতে মো. আবু সাঈদ চাঁদকে কিশোরগঞ্জ কারাগারে আনা হয়েছে।

উল্লেখ্য, গেলো ১৯ মে রাজশাহীতে বিএনপির এক কর্মসূচিতে শেখ হাসিনাকে কবরে পাঠানোর হুমকি দেন চাঁদ। তিনি বলেন, ২৭ দফা, ১০ দফা নয়, দফা একটাই শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। শেখ হাসিনাকে পদত্যাগ করার জন্য যা যা করণীয়, আমার করব ইনশাআল্লাহ। তার এমন বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। চাঁদের এমন বক্তব্যে আওয়ামী লীগ নেতাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এরপর রাজশাহী ও ঢাকাসহ বিভিন্ন থানায় চাঁদের বিরুদ্ধে মামলা হয়। পরে গেলো ২৫ মে রাজশাহী পুলিশ চাঁদকে গ্রেপ্তার করে।

এ সম্পর্কিত আরও পড়ুন