বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করলো ভারত
বিশ্বকাপের আয়োজক দেশ ভারত আসরটির জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। ঘোষিত দলে রাখে হয়েছে চোটের কারণে চলতি বছরের মে মাস থেকে কোনো প্রতিযোগিতামূলক ক্রিকেট না খেলা লোকেশ রাহুলকে। এই উইকেটকিপার ব্যাটসম্যান ফিটনেস টেস্টে পাশ করার পর এখন এশিয়া কাপে সুপার ফোরে খেলতে শ্রীলঙ্কায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
এশিয়া কাপে ভারত যে ১৭ জনের স্কোয়াড পাঠিয়েছে তার মধ্যে বিশ্বকাপের স্কোয়াড থেকে বাদ পড়েছেন শুধু তিলক ভার্মা ও প্রসিদ্ধ কৃঞ্চা। এশিয়া কাপে ভারতের রিজার্ভ খেলোয়াড় সঞ্জু স্যামসনেরও জায়গা হয়নি বিশ্বকাপ স্কোয়াডে।
ভারতের বিশ্বকাপ স্কোয়াড:
রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, ইষান কিষান, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদ্বীপ যাদব, শার্দুল ঠাকুর, যশপ্রীত বুমরা, মোহাম্মদ শামি ও মোহাম্মদ সিরাজ।