আর্কাইভ থেকে বাংলাদেশ

পঞ্চগড়ে আবারও বইছে মৃদু শৈত্যপ্রবাহ, তাপমাত্রা ৮ দশমিক ২ ডিগ্রি

মাঘের শেষে দুই দিনের বৃষ্টির পর উত্তরের সীমান্ত জেলা পঞ্চগড়ে আবারও বইছে মৃদু শৈত্যপ্রবাহ। শনিবার (১২ ফেব্রুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ে ৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

এর একদিন আগে ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া অফিস এই তাপমাত্রা রেকর্ড করে।

পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া অফিস সুত্রে জানা গেছে, পঞ্চগড়ের উপর দিয়ে আরও কয়েক দিন মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাবে। তাপমাত্রা এ রমকই থাকবে। দুই সপ্তাহ পরে ধীরে ধীরে শীত বিদায় দিতে পারে। তবে আবারো বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া অফিস সুত্রে জানা গেছে। এদিকে শনিবার দুপুরের পর আকাশে শেঘ না থাকায়  ঝলমলে রোদের দেখা মিলেছে। এখনও কুয়াশা পড়ছে রাতে ঘন কুয়াশায় ঢাকা থাকে সমগ্র এলাকা। হিমেল বাতাসে শীতে কাবু হয়ে পড়েছে পঞ্চগড়ের জনজীবন। বিশেষ করে খেটে খাওয়া কর্মজীবী মানুষরা বেশী কষ্টে পড়েছে। পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ জানান, শনিবার সকাল ৯ টায় পঞ্চগড়ে ৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়, যা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা।

এ সম্পর্কিত আরও পড়ুন