আর্কাইভ থেকে ফুটবল

সুয়ারেজ–কাভানিকে ছাড়াই উরুগুয়ের দল ঘোষণা  

লুইস সুয়ারেজ ও এডিনসন কাভানিকে ছাড়াই বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা করেছেন উরুগুয়ের নতুন কোচ মার্সেলো বিয়েলসা।  গেল মে মাসে উরুগুয়ের দায়িত্ব নেয়া বিয়েলসা কিছুদিন আগে বলেছিলেন, লুইস সুয়ারেজ ও এডিনসন কাভানির সঙ্গে এখনো তাঁর কোনো কথা হয়নি।

তখনই ভাবা হয়েছিল, উরুগুয়ের বিশ্বকাপ বাছাইপর্বের দলে সম্ভবত জায়গা হবে তাদের। শেষ পর্যন্ত তাই হলো!  সুয়ারেজ ও কাভানিকে বাদ দিয়েই বিশ্বকাপ বাছাইপর্বে উরুগুয়ের প্রথম দুই ম্যাচে ২৫ জনের স্কোয়াড ঘোষণা করেছেন আর্জেন্টাইন এই কোচ।

 

📋 𝗖𝗢𝗡𝗩𝗢𝗖𝗔𝗗𝗢𝗦

Lista de jugadores citados por Marcelo Bielsa para las dos primeras fechas de las Eliminatorias rumbo a la Copa Mundial de la FIFA 26™#ElEquipoQueNosUne pic.twitter.com/vFDeaJTeQ4

— Selección Uruguaya (@Uruguay) September 4, 2023

২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে শুক্রবার চিলির মুখোমুখি হবে উরুগুয়ে। এরপর ১২ সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচে দুবারের বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ ইকুয়েডর।

 

 

 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন