২৯১ সংগ্রহ শ্রীলঙ্কার, সুপার ফোরে যেতে যেভাবে জিততে হবে আফগানিস্তানকে
প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে জয় পাওয়ায় আফগানিস্তানের বিপক্ষে জয় অথবা ড্র করলেই এশিয়া কাপের সুপার ফোরে পা রাখবে শ্রীলঙ্কা। অপরদিকে আফগানদের শেষ চার নিশ্চিতের জন্য মিলাতে হবে কঠিন সমীকরণ।
মঙ্গলবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে ৮ উইকেটের বিনিময়ে ২৯১ রান সংগ্রহ করেছে লঙ্কানরা। সমীকরণের হিসেব বলছে এশিয়া কাপের সুপার ফোর নিশ্চিত করতে আফগানদের এই রান টপকাতে হবে ৩৭.১ ওভারের ভেতর। যদি ২৯২ রান করতে ৩৭.২ বলও লাগে আফগানিস্তানের তাহলে এশিয়া কাপ নিশ্চিত হবে শ্রীলঙ্কার।