নাটকীয়তায় আফগানদের হারিয়ে সুপার ফোরে শ্রীলঙ্কা
বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচ বড় ব্যবধানে হারায় শ্রীলঙ্কার সামনে কঠিন সমীকরণে ছিল আফগানিস্তান। প্রথমে ব্যাট করে ২৯১ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। আফগানদের সুপার ফোর নিশ্চিত করতে সেই রান টপকাতে হতো ৩৭.১ ওভারে। সেই অসম্ভব সমীকরণের একদম কাছেই চলে এসেছিল রশিদ খানরা। তবে শেষ পর্যন্ত হয়নি। ২ রানের জয় নিয়ে সুপার ফোর নিশ্চিত করলো শ্রীলঙ্কা।
সুপার ফোর নিশ্চিতের সমীকরণ বলছিল শেষ চারে নাম লেখাতে ১ বলে আফগানদের প্রয়োজন ছিল ৩ রান। তবে সেই বলে আউট হয়ে যান মুজিবুর রহমান। এক বলের আক্ষেপে পুড়ে এশিয়া কাপ মিশন শেষ হলো আফগানিস্তানের।
সুপার ফোর নিশ্চিত তো হয়নি তাদের, বরং মরার ওপর খাঁড়ার ঘা হয়ে ছিটকে যাওয়ার পাশাপাশি দুই রানে হারকে সঙ্গী করে মাঠ ছাড়তে হয়েছে আফগানদের। আর এই জয়ে শেষ দল হিসেবে সুপারে ফোর নিশ্চিত হলো শ্রীলঙ্কার।