দীর্ঘদিন পর ব্রাজিলের হয়ে অনুশীলনে ফিরলেন নেইমার
ব্রাজিলের জার্সিতে সবশেষ বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নেমেছিলেন নেইমার জুনিয়র। এরপরেই পায়ের ইনজুরিতে পড়েন তিনি। অস্ত্রোপচার শেষে দীর্ঘ পুনর্বাসন পক্রিয়ায় সেলেসাওদের হয়ে আর মাঠে নামা হয়নি নেইমারের।
তবে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ দিয়ে আবারও পাঁচ তারকা খচিত জার্সিতে মাঠে নামতে যাচ্ছেন তিনি। বলিভিয়া এবং পেরুর বিপক্ষে আগামী ৯ ও ১৩ সেপ্টেম্বর মাঠে নামবে ব্রাজিল। ম্যাচ দুটি খেলতে সৌদি আরব থেকে ইতোমধ্যে নেইমার পৌঁছে গেছেন ব্রাজিলে, নেমেছেন অনুশীলনেও।
বুধবার নেইমার তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন তার অনুশীলনের ছবি।
এদিকে রেকর্ড বেতনে পিএসজি ছেড়ে সৌদি ক্লাব আল হিলালে যোগ দিয়েছেন নেইমার। তবে ক্লাবটির হয়ে এখনো অভিষেক হয়নি তার। আল হিলাল কোচ জর্জ জেসুস জানিয়েছিলেন ম্যাচ খেলতে নেইমার পুরোপুরি ফিট নন। পিএসজি থেকে ইনজুরি নিয়ে আল হিলালে যোগ দিয়েছিলেন ব্রাজিলিয়ান পোস্টারবয়।