টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে যারা
এশিয়া কাপে সুপার ফোরের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। খেলায় টসে জয় লাভ করেছে বাংলাদেশ। টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।
বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকাল ৩ টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে ম্যাচটি। আফগানিস্তানের বিপক্ষের একাদশ থেকে একটি পরিবর্তন আনা হয়েছে দলে। ইনজুরির কারণে বাদ পরা নাজমুল হোসেন শান্তর জায়গায় যুক্ত হয়েছেন লিটন কুমার দাস।
বাংলাদেশ একাদশ
নাঈম শেখ, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, শামীম পাটোয়ারী, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও শরীফুল ইসলাম।
পাকিস্তান একাদশ
ইমাম-উল-হক, ফখর জামান, বাবর আজম (অধিনায়ক), সালমান আগা, ইফতিখার আহমেদ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), ফাহিম আশরাফ, শাদাব খান , নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি ও হারিস রউফ।