আর্কাইভ থেকে অপরাধ

ওয়ার্কশপের আড়ালে তৈরি হতো দেশীয় অস্ত্র

ওয়ার্কশপের পাশ দিয়ে যেতেই লোহা লক্করের টুংটাং শব্দ। ভেতরে চলছে জাহাজের যন্ত্রাংশ তৈরির কাজ। দেখে বোঝার উপায় নেই এর আড়ালে ভেতরে কি চলছে ।

ঢাকার কেরানীগঞ্জের চর কালিগঞ্জের দোহার মেরিণ স্টোর স্থানীয়দের কাছে এতদিন পরিচিত ছিল লেদ ওয়ার্কশপ হিসেবে। জানতো সবাই জায়গাটিতে জাহাজের যন্ত্রাংশ তৈরি হয়। তবে গত এক বছর ধরে তৈরি হয়ে আসছিল দেশীয় অস্ত্র।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্র তৈরি কারখানার সন্ধান পেয়ে অভিযান চালায় ঢাকা জেলা পুলিশ।

অস্ত্র তৈরির সময় হাতেনাতে রিপন ও শাহিন নামের দুই অস্ত্র তৈরির কারিগরকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে দেশীয় তৈরিকৃত দুটি রিভলবার উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, নির্বাচনকে সামনে রেখে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির উদ্দেশ্যে কাজ করছে কয়েকটি চক্র। তবে কারা এই অস্ত্রের ক্রেতা সে বিষয়ে এখনো জানা যায়নি।

ক্রেতাদের অর্ডার পেলেই অস্ত্র বানাতো চক্রটি উল্লেখ করে ঢাকা জেলার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান জানান, ধারণা করা হচ্ছে নির্বাচনকে সামনে রেখেই চক্রটি সক্রিয় হচ্ছে।

এ সম্পর্কিত আরও পড়ুন