আর্কাইভ থেকে ক্রিকেট

ফ্লাডলাইটে সমস্যায় বন্ধ বাংলাদেশ পাকিস্তান ম্যাচ

বাংলাদেশের দেওয়া ১৯৩ রানের বিপরীতে ব্যাট করছে পাকিস্তান। তবে ৫ ওভার শেষে গাদ্দাফি স্টেডিয়ামের একটি ফ্লাডলাইট বন্ধ হয়ে যাওয়াতে বন্ধ আছে খেলা। খেলোয়াড়রা মাঠ ছেড়ে গেছেন।

বুধবার লাহোরে টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। শুরুতে ব্যাট করতে দ্বিতীয় ওভারেই খালি হাতে ফিরে যান মেহেদী হাসান মিরাজে। তাঁর বিদায়ের পর নাঈম ও লিটন মিলে কিছুটা আশা দেখালেও পর পর ফিরে যান এই দুই ব্যাটার। নাঈম করেন ২০ আর লিটন করেন ১৬ রান।

এরপর হৃদয় এসেও ফিরে যান মাত্র ২ রান করেই। পাওয়রপ্লেতেই ৪৭ রানে ৪ উইকেট হারিয়ে ফেলা বাংলাদেশের হাল ধরেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। তবে ১০০ রানে জুটি গড়েই ফিরে ৫৩ রানে ফিরে যান সাকিব। আর ৬৪ রানে মুশফিক আউট হয়ে গেলে বাংলাদেশের রানের চাকা আবার থেমে যায়।

শেষদিকে শামীম পাটোয়ারীর ১৬ আর আফিফ হোসেনের ১২ রানে পর ৩৮.৪ ওভার খেলেই সব কয়টি উইকেট হারিয়ে ১৯৩ রান সংগ্রহ করে বাংলাদেশ। ১৯৪ রানে লক্ষ্যে এখন ব্যাট করছে পাকিস্তান।

এ সম্পর্কিত আরও পড়ুন