আর্কাইভ থেকে ফুটবল

দুর্দান্ত গোলে ২০২৬ বিশ্বকাপের মিশন শুরু করলো মেসি

২০২২ কাতার বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম ম্যাচে মাঠে নেমেছেন ইকুয়েডরের বিপক্ষে। ম্যাচে কাতার বিশ্বকাপ জয়ের নায়ক লিওনেল মেসির জাদুকরী এক ফ্রি কিকে ১-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে আলবিসেলেস্তারা।

শুক্রবার বাংলাদেশ সময় ভোরে বুয়েন্স এইরেসের মাস মনুমেন্তাল স্টেডিয়ামে ম্যাচে প্রথমার্ধে গোল গোলের দেখা পায়নি কোন দল। সহজ গোল মিস করেন লওতারো মার্টিনেজ।

সমতায় থেকে প্রথমার্ধ শেষ করার পর দ্বিতীয়ার্ধেও আর্জেন্টিনাকে ৭৮ মিনিট পর্যন্ত আটকে রাখতে পেরেছিল ইকুয়েডরের ফুটবলাররা। এরপর ত্রাতা হয়ে আসেন ইউরোপ ছেড়ে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেওয়া মেসি।

প্রায় ২০ গজ দূর থেকে তাঁর বাঁকানো ফ্রি কিকটি ইকুয়েডর গোলকিপার এরনান গ্যালিন্দেজ চোখের সামনে দিয়ে জালে চলে যায়। আর এই গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

 

এ সম্পর্কিত আরও পড়ুন