ভালোবাসা দিবসে বিচ্ছেদ ঘোষণা রাখির
চলছে প্রেমের মৌসুম। এর মাঝেই বিচ্ছেদের খবর জানালেন মির্চি গার্লখ্যাত বলিউড তারকা রাখি সাওয়ান্ত।
সম্প্রতি স্বামী রীতেশকে জনসমক্ষে এনেছিলেন ‘বিগ বস’-এর ১৫তম সিজনে। তাকে নিয়ে ধুমধাম করে প্রবেশও করেছিলেন ‘বিগ বস’-এর বাড়িতে। আলাপ করিয়ে দিয়েছিলেন সকলের সঙ্গে।
বিগ বসের ঘর থেকে রাখির অনেক আগেই বাদ পরেন রীতেশ। এরপর পরই শোনা যায় রাখি ছাড়াও তার আরেক স্ত্রী বর্তমান। শুধু তাই নয় রীতেশের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগও করেছিলেন সেই স্ত্রী।
রবিবার (১৩ ফেব্রুয়ারি) রাখি ইনস্টাগ্রামে শেয়ার করেন তাদের বিচ্ছেদের খবর। সেখানে তিনি লিখেছেন, ভ্যালেন্টাইন’স ডে-এর আগেই মন ভেঙ্গে গেছে তার। রীতেশ এবং তিনি আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বিগ বসের পরে এমন অনেককিছুই ঘটেছে যা তার নিয়ন্ত্রণের বাইরে। নিজেদের মধ্যেকার দূরত্ব মেটানোর চেষ্টা করেও ব্যর্থ তারা। তাই আলাদা হয়ে যাওয়াই সঠিক সিদ্ধান্ত মনে হয়েছে রাখির কাছে। আলাদা থেকেও নিজেদের জীবন বেশি উপভোগ করবেন তারা এমনটাই আশা প্রকাশ করেছেন তার লেখায়।
অনন্যা চৈতী