সৃষ্টিকর্তা ছাড়া অসীম ক্ষমতা কারও নেই: নির্বাচন কমিশনার রফিকুল
আনুষ্ঠানিকভাবে বিদায় নিচ্ছে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের নির্বাচন কমিশন (ইসি)।
আজ সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকালে নির্বাচন ভবনে বিদায়ী সংবাদ সম্মেলনে নিজেদের আত্মমূল্যায়ন করেন কে এম নুরুল হুদা, রফিকুল ইসলাম ও বেগম কবিতা খানম। তারা নিজেদের কাজ নিয়ে জবাব দেন সাংবাদিকদের নানা প্রশ্নের।
পাঁচ বছরের নির্বাচনের সফলতা ও ব্যর্থতা নিয়ে অনেক আলোচনা-সমালোচনা নিয়ে তারা বক্তব্য রাখেন। এসময় সংবাদমাধ্যমে প্রকাশিত বিভিন্ন বক্তব্য তুলে রফিকুল ইসলাম বলেন, অনেক জায়গায় দেখি বলা হয় নির্বাচন কমিশনের অসীম ক্ষমতা।
আমি উপরের দিকে তাকিয়ে বলি এদের কাছে কি আল্লাহ, ভগবান, ঈশ্বর বলে কিছু নাই, তারই তো একমাত্র অসীম ক্ষমতা, আরও কারও তো অসীম ক্ষমতা বলে কিছু নাই।
তিনি আরও বলেন, আমাদের শপথের সময় আমাদের দুটো শব্দ পড়ানো হয়েছিল, আইন এবং সংবিধান। আইনের মধ্যে থেকে সংবিধানের বিধানমত আমরা আমাদের কার্যসম্পাদন করবো। অনুরাগ-বিরাগের বশবর্তী হয়ে আমরা কোন কাজ করবো না। এটুকুই ছিল আমাদের শপথ। আমরা এর মধ্যে থেকেই কাজ করে গিয়েছি।
সাংবাদিকদের অনুরোধ করে ইসি বলেন, এই নির্বাচন কমিশন থাকবে আমরা সবাই আছি আপনাদের যেকোন কাজে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। শুধু দয়া করা নির্বাচন কমিশনের অসীম ক্ষমতার কথা বলবেন না। অসীম ক্ষমতা কারো নাই, নির্বাচন কমিশনের তো নাইই। কারণ আইনের বাইরে যাওয়ার কোন অবকাশ নির্বাচন কমিশনেরর নেই।
২০১৭ সালের ১৫ ফেব্রুয়ারি এ কমিশন দায়িত্ব নেয়। পাঁচ বছরের ব্যর্থতা-সফলতা নিয়ে কে এম নূরুল হুদা বলেন, আমরা চেষ্টা করেছি পরিপূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের জন্য। কারও কথায় নয়, আইনের শাসনের মধ্যে থাকার চেষ্টা করেছি।
মুক্তা মাহমুদ