আর্কাইভ থেকে ফুটবল

পেলেকে টপকিয়ে এখন শীর্ষে নেইমার

কাতার বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিপক্ষে গোল করে ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোলের মালিক পেলের ৭৭ গোল ছুঁয়ে ফেলেছিলেন নেইমার জুনিয়র। সেই ম্যাচের পর ইনজুরির কারণে দীর্ঘদিন আর মাঠে নামা হয়নি নেইমারের।

অবশেষে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচে বলিভিয়ার বিপক্ষে গোল করে পেলেকে টপকিয়ে শীর্ষে উঠলেন নেইমার।

আজ শনিবার বাংলাদেশ সময় ভোরে বলিভিয়ার বিপক্ষে ম্যাচে ৬১ তম মিনিটে গোল করেন নেইমার। তিনি অবশ্য এই রেকর্ড ম্যাচের শুরুতেই গড়তে পারতেন। তবে ১৫ তম মিনিটে তাঁর নেওয়া পেনাল্টি আটকিয়ে দেন বলিভিয়ার গোলরক্ষক।

জাতীয় দলের জার্সিতে ১২৪ ম্যাচ খেলে এই মাইলফলক স্পর্শ করেছেন নেইমার। পেলের অবশ্য এই কীর্তি গড়তে লেগেছিল ৯২ ম্যাচ।

এ সম্পর্কিত আরও পড়ুন