প্রেমে মজেছেন ফারিয়া!
গেল কয়েক মাস ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিলো প্রেমে মজেছেন ছোট পর্দার অভিনেত্রী শবনম ফারিয়া। কিছুটা ইঙ্গত যেন নিজেও দিয়েছিলেন এ ব্যাপারে। গেল ৮ জানুয়ারি ইনস্টাগ্রামে একটি ছবির ক্যাপশনে লিখেছিলেন, ছবিটি তার প্রেমিকের তুলে দেয়া। যদিও সেই প্রেমিক সম্পর্কে কিছুই জানাননি ফারিয়া।
এবার প্রকাশ্যেই জাহির করলেন নতুন প্রেমের প্রমাণ। প্রেমিকের সঙ্গে একই ফ্রেমে বন্দি হয়ে ভিডিও দিয়েছেন তিনি।
ভালোবাসা দিবস উপলক্ষে ইনস্টাগ্রামে একটি শর্ট ভিডিও পোস্ট করেছেন শবনম ফারিয়া। সেখানে দেখা যায়, সমুদ্র সৈকতে পা ভিজিয়ে একে-অপরকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে রয়েছেন ফারিয়া ও তার প্রেমিক। অবশ্য দু’জনেই সমুদ্রের দিকে তাকিয়ে থাকায় প্রেমিকের চেহারা বোঝা যাচ্ছে না ভিডিও’টিতে।
ভিডিও’র ক্যাপশনে ফারিয়া লিখেছেন, ‘সবাইকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা। তোমার হৃদয় যেখানে পরিপূর্ণ শান্তি পায়, সেখানেই যাও।’
ফারিয়ার নতুন প্রেমের পূর্ণ তথ্য জানতে ভক্তদের অপেক্ষার প্রহর গুনতে হবে আরও কিছুদিন। কারণ ভিডিও শেয়ার করলেও,নেই প্রেমিকের নাম-পরিচয়।
উল্লেখ্য, ২০১৯ সালে ভালবেসেই ফারিয়া বিয়ে করেছিলেন হারুনুর রশীদ অপুকে। কিন্তু সংসারটি টিকেছিল এক বছর নয় মাস। এরপর তারা বেছে নিয়েছিন ভিন্ন।
গেলো বছরের ডিসেম্বরে ফারিয়া গণমাধ্যমে বলেন, প্রাক্তন স্বামী অপু তাকে নির্যাতন করতেন। সংসার জীবনে অতিষ্ট হয়েই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। যদিও অপু এসব অভিযোগ উড়িয়ে দিয়ে পাল্টা যুক্তি দেখিয়েছেন। ফারিয়া-অপুর অতীত দাম্পত্য জীবনের বিষয় নিয়ে অনেক আলোচনা-সমালোচনা হয়েছে। তবে সব বিতর্ক পিছনে ফেলে ফারিয়া এখন জড়িয়ে আছেন নতুন সম্পর্কের বন্ধনে।
অনন্যা চৈতী