টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠালো পাকিস্তান
এশিয়া কাপে সুপার ফোরের হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি ভারত পাকিস্তান। খেলায় টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আজ রোববার বিকাল ৩ টা ৩০ মিনিটে।
এর আগে গ্রুপপর্বে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের মুখোমুখিতে ভারত পুরো ব্যাট করলেও পাকিস্তান ব্যাটিংয়ে নামতে পারেনি। ম্যাচটি ভেসে যায় বৃষ্টিতে। সুপার ফোরেও ম্যাচেও বৃষ্টি বাধা দিতে পারে বলে আবহওয়ার পূর্বাভাস দেয়া হয়েছে। তবে ম্যাচটির জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে। আজ ন্যুনতম ২০ ওভার খেলা মাঠে না গড়ালে আগামীকাল (সোমবার) তারা অবারও মুখোমুখি হবে।
পাকিস্তান একাদশ :
বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), ফখর জামান, ইমাম-উল-হক, সালমান আলী আগা, ইফতিখার আহমেদ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ফাহিম আশরাফ, নাসিম শাহ, শাহীন শাহ আফ্রিদি ও হারিস রউফ।
ভারত একাদশ :
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, ঈষাণ কিশান (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, জসপ্রীত বুমরাহ, মোহাম্মদ সিরাজ এবং কুলদীপ যাদব।
বিস্তারিতা আসছে...