পাকিস্তানকে পিছনে ফেলে আবারও শীর্ষে অস্ট্রেলিয়া
এশিয়া কাপের আগে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করে আসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ের এক নম্বরে উঠে যায় পাকিস্তান। তবে সেই পরজিশন বেশিদিন ধরে রাখতে পারলোনা বাবর আজমরা। দক্ষিণ আফ্রিকাকে সিরিজের প্রথম দুই ওয়ানডেতে হারিয়ে দুই নম্বরে চলে যাওয়া অস্ট্রেলিয়া আবারও ফিরে পেলো শীর্ষস্থান।
শনিবার (৯ সেপ্টেম্বর) রাতে ব্লুমফন্টেইনে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে রানের পাহাড় গড়ে প্রোটিয়াদের হারায় অজিরা। টস হেরে আগে ব্যাট করে ডেভিড ওয়ার্নার আর মারনাশ লাবুশানের সেঞ্চুরিতে ৩৯২ রান করে ফেলে তারা। জবাবে ব্যাটিংয়ে নেমে ১২৩ রানে হারে দক্ষিণ আফ্রিকা।
এই জয়ের পর অস্ট্রেলিয়ার রেটিং পয়েন্ট ১২১। পাকিস্তান ১২০ রেটিং পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে। তবে আজ রোববার এশিয়া কাপে সুপার ফোরের ভারতের বিপক্ষে ম্যাচ জিতলেই এক নম্বরে চলে যাবে পাকিস্তান।