ঘটনাবহুল ম্যাচে রিয়ালের বিপক্ষে পিএসজির জয়
পিএসজির জার্সিতে লিওনেল মেসিকে নতুন করে বরণ। সাথে দুই মাস পর নেইমারের মাঠে ফেরা। পূর্ণশক্তির দল নিয়ে প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলতে নামে ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই। কিন্তু নানা ঘটনা জড়ানো ম্যাচ শেষে নায়ক হয়ে রইলেন একজন, কিলিয়ান এমবাপ্পে।
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্রথম লেগের ম্যাচে, পার্ক দা প্রাঁসে প্রথমার্ধের সময়জুড়ে দৃশ্যপটে শুধুই পিএসজি। এমবাপ্পে-মেসি-ডি মারিয়া ত্রয়ীকে সামলাতেই ব্যস্ত ছিলো রিয়াল রক্ষণ। তবে থিবো কোর্তোয়াকে একা পেয়েও ডেডলক ভাঙ্গত পারেননি এমবাপ্পে।
স্রোতের বিপরীতে প্রথমার্ধের শেষ মূহুর্তে অতিথিদের আক্রমণ। তাও জাল খুঁজে পায়নি ক্যাসেমিরোর হেড। স্বাগতিকদের আধিপত্যের ম্যাচে পেনাল্টি মিস করেছেন লিওনেল মেসি।
বিরতির পরও পচেত্তিনোর অ্যাটাকিং কৌশলে কোনঠাসা আনচেলত্তির রিয়াল। তবে স্বাগতিক গ্যালারি উল্লাসে মাতাতে পারেনি নি মেসি। নায়কতো দূরে থাক উল্টো ৬১ মিনিটে লিও বেন যান ভিলেন। এমবাপ্পের পাওয়া পেনাল্টিকে গোলে রূপ দিতে ব্যর্থ ক্ষুদে জাদুকর।
শেষক্ষণে একাধিক পরিবর্তন এনেও ছায়া থেকে বের হতে পারেনি রিয়াল। তবে পেরেছেন নেইমার। প্রায় দুই মাস পর মাঠে নেমে শেষক্ষণে অবদান রেখেছেন পিএসজির জয়ে। তার অ্যাসিস্টকে পূর্ণতা দেন এমবাপ্পে। মাদ্রিদকে স্তব্ধ করে জাগিয়ে তোলেন প্যারিস।
আগামী ৯ মার্চ চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় লেগের ম্যাচ। এবার সান্তিয়াগো বার্নাব্যুতে আতিথেয়তার অপেক্ষায় পিএসজি। আর রিয়ালের দরকার শোধ নেবার।
হাসিব মোহাম্মদ