আর্কাইভ থেকে বাংলাদেশ

ভারতে কৃষক আন্দোলনের এক শ’ তম দিনে সড়ক অবরোধ

কৃষক আন্দোলনের শততম দিনে মহাসড়ক অবরোধ করেছে ভারতীয় কৃষকরা। শনিবার সকাল থেকেই নয়াদিল্লির বাইরে ছয় লেনের এক্সপ্রেসওয়ে অবরোধ করতে জড়ো হয় তারা।

ভারতের গণমাধ্যম ও ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, নতুন তিনটি কৃষি আইন বাতিল ও সরকারের ওপর চাপ প্রয়োগ করতে ট্রাক, ট্রাক্টকসহ বিভিন্ন যানবাহন নিয়ে পাঁচ ঘণ্টার জন্য অবরোধ করে কৃষকরা। কয়েক দফায় সরকারের সঙ্গে আলোচনা হলেও তা ফলপ্রসূ হয়নি। কৃষকরা বলছে, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন থেকে সরে যাবে না তারা।

পাঞ্জাব রাজ্যের ৬৮ বছর বয়সী কৃষক অমরজীত সিং বলছেন, এই আন্দোলনকে অপমানের জায়গা থেকে দেখছে মোদি সরকার। কৃষকদের দুর্দশা দেখতে পারছে না তারা। আমাদের জন্য প্রতিবাদ করা ছাড়া আর কোনো উপায় রেখে যায়নি সরকার।

তবে ভারতের কৃষি খাতের জন্য কৃষি আইনকে প্রয়োজনীয় সংস্কার বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কৃষি আইন নিয়ে বিক্ষোভকে রাজনৈতিকভাবে অনুপ্রাণিত বলে দাবি করছেন তিনি।

গেল ডিসেম্বর থেকে তিনটি আইন পুরোপুরি দাবিতে বিক্ষোভ শুরু করে উত্তরাঞ্চলের কয়েকটি রাজ্যের কৃষকরা। কৃষক আন্দোলনে এখন পর্যন্ত মারা গেছে প্রায় আড়াই শ’ জন কৃষক।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন