দুই ছাত্রলীগ নেতাকে মারধর: আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু
ছাত্রলীগের দুই নেতাকে থানায় নিয়ে মারধরের ঘটনায় অভিযুক্ত এডিসি হারুন অর রশীদকে প্রত্যাহারের পর বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের নির্দেশে গঠিত ওই তিন সদস্য বিশিষ্ট কমিটির সভাপতি ডিএমপির উপ-পুলিশ কমিশনার (অপারেশনস্) আবু ইউসুফ। অপর দুই সদস্য হলেন, রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (নিউমার্কেট জোন) শাহেন শাহ এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা-মতিঝিল বিভাগ) মো. রফিকুল ইসলাম।
সোমবার (১১ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে এ তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।
তদন্ত সম্পর্কে রমনা বিভাগের নিউমার্কেট জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) শাহেন শাহ বলেন, তদন্ত কমিটিকে আগামী দুদিনের মধ্যে তদন্ত কাজ সম্পন্ন করে ডিএমপি পুলিশ কমিশনার বরাবর প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। আমরা গতকালই কিছু কাজ করেছি। আজ আনুষ্ঠানিকভাবে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।
এর আগে শনিবার (৯ সেপ্টেম্বর) রাতে শাহবাগ থানায় তুলে নিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের দুই নেতাকে নির্যাতন করেন এডিসি হারুন তার সহযোগীরা।
ভুক্তভোগী দুজন হলেন, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির বিজ্ঞানবিষয়ক সম্পাদক ও ঢাবির শহীদুল্লাহ হলের সাধারণ সম্পাদক শরীফ আহমেদ মুনিম এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ফজলুল হক হলের সভাপতি আনোয়ার হোসেন নাঈম।