থেমেছে বৃষ্টি, যখন শুরু হবে ভারত-পাকিস্তান ম্যাচ
আগে থেকেই বৃষ্টির শঙ্কা থাকায় সুপার ফোরে শুধু ভারত-পাকিস্তান ম্যাচের জন্য রাখা হয়েছিল রিজার্ভ ডে। গতকাল রোববার ২৪.১ ওভার শেষেই বৃষ্টি নামলে আর মাঠে গড়ায়নি বল। তাই ম্যাচ গড়িয়েছে রিজার্ভ ডেতে।
কিন্তু কলম্বোতে আজ সোমবারও হানা দিয়েছে বৃষ্টি। নির্দিষ্ট সময়েও মাঠে গড়ায়নি খেলা।
তবে ভালো খবর, কলম্বোতে আপাতত কোনো বৃষ্টি নেই। বাংলাদেশ সময় বিকাল ৫টা ১০ মিনিটে খেলা শুরু হবে।