আর্কাইভ থেকে বাংলাদেশ

নিজের ১৭ বারের নায়িকা অঞ্জনাকে শপথ পড়ালেন কাঞ্চন

আজ শপথ নিলাম, সমিতির সবাইতো ঠিক আছে। সাধারণ সম্পাদক পদ নিয়ে আদালতের আদেশ আসবে। তবে এই পদে যেই আসুক আমাদের কোনো সমস্যা নেই। তবে আশা করি এক এক করে শিল্পীরা সবাই আসবে। বললেন অঞ্জনা ।

আজ বুধবার (১৬ ফেব্রুয়ারি) নবনির্বাচিত সভাপতি ইলিয়াস কাঞ্চন তাকে শপথ বাক্য পাঠ করান। শপথ  নেওয়ার সময় ইলিয়াস কাঞ্চনের পাশে নিপুণ আক্তারকে দেখা যায়।

তিনি আরো বলেন, ‘ইলিয়াস কাঞ্চনের সঙ্গে জুটি বেঁধে ১৭টি সিনেমা করেছিলেন তিনি। তার (কাঞ্চন) কাছে শপথ নিতে পেরে অনেক খুশি।’ 
অঞ্জনা মনে করেন, মিশা-জায়েদ প্যানেল থেকে যারা নির্বাচনে পাশ করেছেন তারা সবাই একে একে শপথ নেবেন। শিল্পীরা একটি পরিবার তাই সবার উচিৎ এক হয়ে কাজ করার।

শপথের পর অঞ্জনাকে ফুল দিয়ে বরণ করে নেন নিপুণ।

 

এসআই

এ সম্পর্কিত আরও পড়ুন