আর্কাইভ থেকে বাংলাদেশ

আইওজি-ড্যাফোডিল ইউনিভার্সিটির মধ্যে শিক্ষার্থী-শিক্ষক বিনিময় চুক্তি সই

শিক্ষার্থী-শিক্ষক বিনিময় এবং প্রযুক্তি শিক্ষার মানোন্নয়নে একসঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্রের আই গ্লোবাল ইউনিভার্সিটি (আইওজি) ও বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এ দুই ইউনিভার্সিটির মধ্যে এ সংক্রান্ত সমঝোতা স্মারক চুক্তি সই হয়েছে।

স্থানীয় সময় গেলো বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি সংলগ্ন ভার্জিনিয়ার লিসবার্গ পাইকে আই গ্লোবাল ইউনিভার্সিটির নিজস্ব ক্যাম্পাসে এই চুক্তি সই হয়।

চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. সবুর খান এবং আই গ্লোবাল ইউনিভার্সিটির চ্যান্সেলর আবু বকর হানিপ।

মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় আই গ্লোবাল ইউনিভার্সিটি। এর চ্যান্সেলর বাংলাদেশি-আমেরিকান প্রকৌশলী আবুবকর হানিপ।

অনুষ্ঠানে মো. সবুর খান বলেন, একজন বাংলাদেশি যুক্তরাষ্ট্রে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন, যা বাংলাদেশের প্রতিটি মানুষের জন্য অত্যন্ত গৌরবের বিষয়। আমি নিজেও গর্ব অনুভব করি। এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বাংলাদেশ থেকে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় কিভাবে কাজ করতে পারে তারই একটি পরিকল্পনা নিয়ে আমরা এগোচ্ছি। সম্পর্কটিকে আমরা সর্বোতভাবে ফলপ্রসূ করে তুলতে চাই।

চ্যান্সেলর আবুবকর হানিপ বলেন, বাংলাদেশে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস আমি ঘুরে এসেছি। ড. সবুর খান একটি স্বপ্নকে শুধু লালনই করেননি, সেটিকে বাস্তবে রূপ দিয়েছেন। তার প্রমাণ তার প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় ও তার ক্যাম্পাস।

অনুষ্ঠানে আই গ্লোবাল বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট অধ্যাপক কারাবার্ক বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন।

চুক্তি সই অনুষ্ঠানে আরও ছিলেন বাংলাদেশের উদ্যোক্তা ও ব্যবসায়ী মিজানুর রহমান, আই গ্লোবাল বিশ্ববিদ্যালয়ের দুই ভাইস প্রেসিডেন্ট শ্যান চো ও মামুন ওয়াহাব।

এছাড়াও ছিলেন অ্যাডমিশন ম্যানেজার সারাহ হেদায়েত, অ্যাসিস্ট্যান্ট আইটি ম্যানেজার কাজি বারী, অ্যাকাউন্ট্যান্ট কৌশিকা নাভাল এবং অ্যাডমিশন অফিসার সেমি জ্যাং।

এ সম্পর্কিত আরও পড়ুন