ভারতে বিয়ের অনুষ্ঠানে কুয়ায় পড়ে নিহত ১৩
ভারতে একটি বিয়ের অনুষ্ঠানে স্ল্যাব ভেঙে কুয়ার মধ্যে পড়ে ভয়াবহ দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৩ জন মারা গেছেন। আহত ২ জন।
গেলো বুধবার (১৬ ফেব্রুয়ারি) দেশটির উত্তরপ্রদেশ রাজ্যের কুশিনগর জেলায় একটি বাড়িতে এ ঘটনা ঘটে। সূত্র: এনডিটিভি
কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে সংবাদমাধ্যমটি জানিয়েছে, উত্তরপ্রদেশ রাজ্যের কুশিনগর জেলার নেবুয়া নওরঙ্গিয়া থানার নওরঙ্গিয়া স্কুল টোলায় একটি বাড়িতে বুধবার রাতে বিয়ের অনুষ্ঠান চলছিল। সেখানেই পুরাতন একটি কুয়ার ওপর রাখা লোহার স্লাবের ওপর বসে আনন্দ করছিলেন নারী ও শিশুরা।
অতিরিক্ত মানুষজনের ভারে হঠাৎ স্ল্যাবটি ভেঙে পড়ে এবং এর ওপরে যারা বসে ছিল তারা কূপে পড়ে যায়। তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক ১৩ জনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ২ জন।
এ ঘটনায় শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
তাসনিয়া রহমান