আর্কাইভ থেকে ক্রিকেট

শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে ভারত, আশা শেষ বাংলাদেশের

শ্রীলঙ্কাকে ৪১ রানের জয়ে চলতি এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করেছে ভারত। সঙ্গে বাংলাদেশের ফাইনালে যাওয়ার যে সামান্য আশা ছিল তাও শেষ হয়ে গেছে।

সমীকরণ অনুযায়ী, শ্রীলঙ্কা ভারতের বিপক্ষে জিতলে এবং পরের ম্যাচেও শ্রীলঙ্কা পাকিস্তানকে হারালে ভারতের বিপক্ষে বাংলাদেশ জয় পেলে ফাইনালে যাওয়ার সুযোগ ছিল টাইগারদের।

তবে ভারত দুই ম্যাচে জয় পাওয়ায় শ্রীলঙ্কা-পাকিস্তান ম্যাচটি এখন ফাইনালে যাওয়ার লড়াইয়ে অলিখিত ফাইনাল। এই ম্যাচে জয়ী দল যাবে যাবে ফাইনালে। এমনকি ম্যাচটি ভেসে গেলেও আশা শেষ বাংলাদেশের।

মঙ্গলবার টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। তবে এদিক খুব বেশি রান তুলতে পারেনি ভারত। ৪৯.১ ওভারে ২১৩ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস। দলের পক্ষে অধিনায়ক রোহিত সর্বোচ্চ ৫৩ রান করেন। এছাড়া রাহুল ৩৯ ও ঈশান কিশান ৩৩ রান করেন।

অল্প রানের তাড়ায় নেমে শ্রীলঙ্কা ১৭২ রানে আটকে যায়। শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ ৪২ রান করেন দুনিথ ওয়েল্লালাগে। এছাড়া ধনাঞ্জয়া ও আশালঙ্কার ব্যাট থেকে আসে যথাক্রমে ৪১ ও ২২ রান।

 

এ সম্পর্কিত আরও পড়ুন