চিত্রনায়িকা সিমন বিরুদ্ধে মাদক মামালার চার্জশিট দাখিল
চিত্রনায়িকা সিমন হাসান একার বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দিয়েছে পুলিশ। রাজধানীর হাতিরঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পুলিশ এই চার্জশিট দায়ের করে।
আজ বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) হাতিরঝিল থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক মনির মন্ডল এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান, গেলো (১১ জানুয়ারি) মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক মো. ফয়সাল আদালতে এ অভিযোগপত্র দাখিল করেন। গেলো (২৬ জানুয়ারি) ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলামের আদালতে এ অভিযোগপত্র দাখিল করা হয়। বর্তমানে মামলাটি বদলির অপেক্ষায় রয়েছে।
মামলা সূত্রে জানা যায়, ২০২১ সালের ৩১ জুলাই একাকে তার নিজের ফ্ল্যাট থেকে আটক করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি)। এসময় তার বাসা থেকে পাঁচ পিস ইয়াবা, পঞ্চাশ গ্রাম গাঁজা এবং অর্ধেক বোতল কেরু মদ জব্দ করা হয়। এ ঘটনায় হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন।