আর্কাইভ থেকে বাংলাদেশ

প্রেমের টানে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ভারতীয় তরুণী

প্রেম মানেনা কোন বাধাঁ। মানে না কোন বিভেদ কিংবা কোন দেশের সীমান্তের কাঁটা তারের প্রতিবন্ধকতা। কথাটি যেন আবারো প্রমাণিত হলো। তাইতো প্রেমের টানে পাশর্বর্তীু দেশ ভারত থেকে বাংলাদেশে গত বুধবার (১৬ ফেব্রুয়ারী) দিবাগত রাতে ভারতের মুড়িখাওয়া সীমান্ত হয়ে পঞ্চগড়ের তেতুঁলিয়া থানার সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে এসেছে খুসনামা (১৭) নামে ভারতীয় এক তরুণী। 

তার বাড়ি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর থানার হরিয়ানা গ্রামে। সে ওই এলাকার মো ইসরাইল হোসেনের মেয়ে। পরে ওই ভারতীয় তরুনী বাংলাদেশে প্রবেশের পরে তেতুঁলিয়া উপজেলার সদর ইউনিয়নের সর্দার পাড়া গ্রামের হাসিনুর রহমান নামে এক ব্যাক্তির সাথে তার পরিচয় হয়। পরে তিনি ওই তরুণীকে তার বাড়িতে নিয়ে যান। পরে বৃহস্পতিবার সকালে স্থানীয়দের মাঝে খবর রটে হাসিনুর নামে এক ব্যাক্তির বাড়িতে ভারতীয় তরুনী এসেছে। পরে তারা তেতুঁলিয়া মডেল থানা পুলিশে খবর দেয়।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারী) দুপুরে তেতুঁলিয়া মডেল থানা পুলিশ হাসিবুলের বাড়ি থেকে ওই ভারতীয় তরুনীকে আটক করে থানায় নিয়ে আসে। প্রেমিকা খুসনামা বাংলাদেশের পঞ্চগড় জেলার তেতুঁলিয়ায় এসেছে জেনে প্রেমিক আব্দুল লতিব ওরফে রকিবও (২১) তেতুঁলিয়া থানায় ছুঁটে আসে। পরে লতিব খুসনামাকে নিজের প্রেমিকা বলে দাবী করে জানায় গত তিন মাস আগে ভারতে তাদের বিয়েও হয়েছে। তবে তারা বিয়ে সংক্রান্ত কোন কাগজপত্র দেখাতে পারেনি পুলিশকে। খুসনামাকে পুলিশ হেফাজতে দেখে হাউমাউ করে কাদঁতে শুরু করে। বর্তমানে ওই প্রেমিক যুগল তেতুঁলিয়া থানা পুলিশের হেফাজতে রয়েছে। ওই ভারতীয় তরুণীকে বিজিবি-বিএসএফের মাধ্যেমে ভারতে পাঠানোর চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

তেতুঁলিয়া মডেল থানা সূত্রে জানা যায়, জীবিকার তাগিদে বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার রতনদিঘী এলাকার ইসরাইলের ছেলে আব্দুল লতিব ওরফে রকিব ভারতের কেরালা রাজ্যে চলে যায়। পরে সেখানে একটি খাবারের হোটেলে শ্রমিকের কাজ শুরু করে। ওই হোটেলে ভারতীয় তরুনী খুসনামার বড় ভাইও কাজ করতো। সে সুবাদে রকিব তরুনী খুসনামাদের বাসায় যাতায়াত করতো। এভাবে রকিবের সাথে খুৃসনামার পরিচয় হয়। পরে তাদের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। যা দীর্ঘ ৮ বছরের ধরে চলছে বলে জানা গেছে। পরে গত তিন মাস আগে তাদের ভারতে বিয়ে হয়েছে বলে জানা যায়। এর পরই রকিব বাংলাদেশে চলে আসে। পরে ওই ভারতীয় তরুনী প্রেমের টানে পঞ্চগড় জেলার তেতুঁলিয়া থানার সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে এসেছে বলে জানিয়েছে।

তেতুঁলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম মিয়া জানান, ভারতীয় তরুনী খুসনামা ও বাংলাদেশী তরুন রকিবের সাথে কথা বলে জানা গেছে তাদের মাঝে দীর্ঘ দিনের প্রেমের সম্পর্ক রয়েছে। তারা গত তিন মাস আগে ভারতে নিজেদের বিয়ে হয়েছে বলে জানিয়েছে। তবে তারা কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। আমরা বিজিবিকে জানিয়েছি ভারতীয় তরুনীর বাংলাদেশে প্রবেশের কথা। ওই ভারতীয় তরুনীকে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যেমে ভারতে পাঠানোর চেষ্টা চলছে।

এসআই/

এ সম্পর্কিত আরও পড়ুন