ফার্মেসিতে মিললো নারীর ৬ টুকরা লাশ
সুনামগঞ্জের জগন্নাথপুরে একটি ফার্মেসি থেকে শাহনাজ পারভিন নামে এক গৃহবধূর ছয় টুকরা লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে জগন্নাথপুর পৌর এলাকার ব্যারিস্টার মির্জা আব্দুল মতিন মার্কেটের অভি মেডিক্যাল হল থেকে লাশটি উদ্ধার করা হয়। জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত নারীর নাম শাহনাজ পারভিন জোৎস্নার বয়স ৩৫। জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের নারিকেলতলা গ্রামের সৌদি প্রবাসী ছুরুক মিয়ার স্ত্রী।
শাহনাজ পারভিনের ভাই হেলাল মিয়া বলেন, বুধবার বিকালে ওষুধ কেনার কথা বলে ঘর থেকে বের হয়। এরপর থেকে নিখোঁজ হন তিনি। রাতে অনেক খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যায়নি। আত্নীয় স্বজনদের সন্দেহ হলে ওই ফার্মেসি মালিক জিতেশ মার্কেটের বাসায় খোঁজাখুঁজি করে। পরে জানতে পারেন তিনি পরিবার নিয়ে ভোরে পালিয়ে গেছেন।
বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে পুলিশ অভি মেডিক্যাল হলের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন ।বিছানার চাদর দিয়ে মোড়ানো খণ্ডিত লাশ উদ্ধার করা হয়।
ওসি জানান, প্রাথমিকভাবে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ফার্মেসি মালিককে গ্রেফতারে অভিযান চলছে।