আর্কাইভ থেকে জাতীয়

স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ‘সর্বজয়া কিশোরী’র আত্মপ্রকাশ

কিশোরীদের মানসিক ও শারীরিক বিকাশে সচেতনতা সৃষ্টিতে আত্মপ্রকাশ করলো কিশোরীদের নিয়ে সচেতনতাভিত্তিক অনুষ্ঠান সর্বজয়া কিশোরী।

অনুষ্ঠানটি পাক্ষিক ভিত্তিতে মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটায় বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভিতে প্রচারিত হবে।

শনিবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান, ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক ও অনুষ্ঠানটির পরিচালক এবং উপস্থাপক সৈয়দা মুনিরা ইসলাম।

তিনি জানান, সর্বজয়া কিশোরীতে বাল্যবিবাহ বন্ধের পাশাপাশি বয়ঃসন্ধি বিষয়ক সচেতনতামূলক নানা তথ্য তুলে ধরা হবে।

অনুষ্ঠানে  ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি হুমায়ুন কবীর বাবলু, ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটির উপদেষ্টা সৈয়দ আশিক রহমান, হিউম্যান রাইটস্ ফাউন্ডেশনের প্রধান অ্যাডভোকেট এলিনা খান, এসএমসির চীফ অব প্রোগ্রাম অপারেশনস তাসলিম উদ্দিন খান, নিউট্রেশন ইন্টারন্যাশনাল এর কান্ট্রি ডিরেক্টর সায়কা সিরাজ, ইউসেপ বাংলাদেশের এডুকেশন এন্ড সোস্যাল ইনক্লুশন ম্যানেজার মরিয়ম আখতার,ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটির সহ-সভাপতি দেওয়ান শামসুর রকিব উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সৈয়দ সাবাব আলী আরজু।

বক্তরা জানান, দেশের ৬০ ভাগ কিশোরীই বাল্য বিবাহের শিকার হচ্ছে। অপরিণত বয়সে সন্তান ধারণ করায় এক-তৃতীয়াংশ কিশোরী মা স্বাস্থ্যগত নানা ঝুঁকিতে পড়ে। এ বিষয়ে কিশোরীদেরকে নিয়ে সচেতনতামূলক এই উদ্যোগকে প্রশংসা করেন সুধীজনরা।  

অনুষ্ঠানটির টাইটেল স্পন্সর বার্জার পেইন্টস, সহযোগিতায় ইউসেপ বাংলাদেশ, পপুলেশন কাউন্সিল ও সম্প্রচার পার্টনার আরটিভি।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন