বিপিএল ফাইনাল : ১৫১ রানের বেশি করতে পারেনি কুমিল্লা ভিক্টোরিয়ান্স
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের ফাইনালে ফরচুন বরিশালকে ১৫২ রানের টার্গেট দিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। মিরপুর শেরে-ই-বাংলা স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করে ইমরুল কায়েসের দল।
শিরোপা জয়ের লক্ষ্যে একটি পরিবর্তন নিয়ে একাদশ সাজায় বরিশাল। জিয়াউর রহমানের জায়গায় দলে ঢুকেছেন সৈকত আলি। অন্যদিকে, অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামে কুমিল্লা।
ফাইনালে ক্যারিবিয় অলরাউন্ডার সুনিল নারিন আজও শুরু থেকে ছিলেন বিধ্বংসী মেজাজে। প্রথম ওভারের শেষ তিন বলে মুজিব উর রহমানকে দুটি ছক্কা আর একটি বাউন্ডারি মারেন। শেষ পর্যন্ত ২৩ বলে ৫৭ করে মেহেদী হাসান রানার বলে শান্তর হাতে ক্যাচ দিয়ে ফিরলেন নারিন। টি-টোয়েন্টির ইতিহাসে ১১তম ফিফটি তুলে নিলেন তিনি। তাতে
বরিশালের বোলাররা ভালো জায়গায় বল করছেন। অফ স্টাম্পের বাইরে ইয়র্কার লেংথে বল করছেন মঈনকে। ১৬তম ওভারে মাত্র ৫ রান দেন বরিশাল পেসার ব্রাভো। ১৭তম ওভারে বরিশালের আরেক পেসার শফিকুল দেন ৭ রান।
২০তম ওভারে শফিকুলের করা প্রথম বলে ২রান নিতে গিয়ে রানআউট হন মঈন আলী। ৩২ বলে ৩৮রান করে ফিরলেন তিনি। উইকেটে শহীদুল ইসলামের সঙ্গে আবু হায়দার।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ :
ইমরুল কায়েস (অধিনায়ক), লিটন দাস (উইকেটরক্ষক), আরিফুল হক, মোস্তাফিজুর রহমান, আবু হায়দার রনি, তানভির ইসলাম, শহিদুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, সুনিল নারিন, মইন আলি, ফাফ ডু প্লেসি।
ফরচুন বরিশাল একাদশ :
সাকিব আল হাসান (অধিনায়ক), মুনিম শাহরিয়ার, ক্রিস গেইল, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, ডোয়াইন ব্রাভো, সৈকত আলি, নুরুল হাসান সোহান, মুজিব-উর রহমান, শফিকুল ইসলাম, মেহেদী হাসান রানা।