রংপুরে আনসার আল ইসলামের ৪ সদস্য আটক
নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের চার সদস্যকে দিনাজপুর ও ঠাকুরগাঁও থেকে আটক করেছে র্যাব-১৩। এ সময় উদ্ধার করা হয়েছে জিহাদি বই, লিফলেট ও মোবাইল ফোন।
আজ শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে র্যাব-১৩ এর সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাবের প্রধান মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন।
আল মঈন জানান, উত্তরাঞ্চলের মানুষের সরলতাকে পুঁজি করে তরুণদের ভুলিয়ে দলের সদস্য হতে উদ্বুদ্ধ করা হচ্ছিল। বৃহস্পতিবার (১৪ সেপ্টম্বর) রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঠাকুরগাঁওয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তরুণ জঙ্গি ইয়াছিনকে (১৭) আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যে আনসার আল ইসলামের উত্তরাঞ্চলের দাওয়াতি শাখার প্রধান মুনতাসির বিল্লাহসহ (৩৬) সহযোগী আব্দুল মালেক (৩৩) ও সাব্বিরকে (২০) দিনাজপুর থেকে আটক করা হয়।
এ সময় তাদের কাছে বিভিন্ন ধরনের জিহাদি বই, লিফলেট ও মোবাইল ফোনসহ বেশ কিছু সিম উদ্ধার করা হয়েছে।