প্রথমবার জাতীয় দলের ছায়া দল
অনেকদিন আগেই ঘোষণা দেওয়া হয়েছিলো, ক্রিকেটারদের মান উন্নয়নে জাতীয় দলের 'ছায়া দল' তৈরি করা হবে। কিন্তু বাস্তবায়ন হতে যাচ্ছে লম্বা সময় পরে। আজ শনিবার (১৯ ফেব্রুয়ারি) বিসিবি আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে জানিয়েছে, ২৩ জন ক্রিকেটার নিয়ে এই ছায়া দল গঠন করা হয়েছে। যার নাম দেওয়া হয়েছে 'বাংলাদেশ টাইগার্স'।
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে অনুশীলন শিবির দিয়েই বাংলাদেশ টাইগার্সের যাত্রা শুরু হচ্ছে। ২৫ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ পর্যন্ত এই অনুশীলন ক্যাম্প চলবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, স্বল্পমেয়াদি চুক্তিতে নিয়ে আসা হচ্ছে ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ কোচ উমাকান্ত প্যাটেলকে। তিনিই এই অনুশীলন ক্যাম্প পরিচালনা করবেন।
ছায়া দলে যারা আছেন :
মুমিনুল হক, ফজলে রাব্বি, সাইফ হাসান, সাদমান ইসলাম, সৌম্য সরকার, ইমরুল কায়েস, পিনাক ঘোষ, এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, সৈকত আলী, জাকির হাসান, তাইজুল ইসলাম, নাজমুল ইসলাম অপু, নাহিদুল ইসলাম, নাঈম হাসান, রুবেল হোসেন, আবু জায়েদ রাহি, খালেদ আহমেদ, আবু হায়দার রনি, কামরুল ইসলাম রাব্বি, মেহেদি হাসান রানা এবং মৃত্যুঞ্জয় চৌধুরী।
এছাড়াও বাংলাদেশ টাইগার্স কোচিং ও ম্যানেজমেন্ট স্টাফে যার থাকছেন তারা হলেন :
মিজানুর রহমান বাবুল- প্রধান কোচ/ব্যাটিং কোচ
মোঃ সোহেল ইসলাম- স্পিন কোচ
চম্পাকা রামানায়েক- বোলিং কোচ
আফতাব আহমেদ চৌধুরী- ব্যাটিং কোচ
কে এইচ তালহা জুবায়ের- ফাস্ট বোলিং কোচ
নাজমুল হোসেন- ফাস্ট বোলিং কোচ
আশিক মজুমদার- ব্যাটিং কোচ
উমাকান্ত প্যাটেল- ফিল্ডিং কোচ
ফয়সাল হোসেন ডিকেন্স- ফিল্ডিং কোচ
নাসির আহমেদ নাসু- বিশ্লেষক/উইকেট কিপিং কোচ
ইয়াকুব চৌধুরী- প্রশিক্ষক
মুজাদ্দেদ আলফা স্যানি- ফিজিওথেরাপিস্ট
সজল আহমেদ চৌধুরী- লজিস্টিক ম্যানেজার
হাসিব মোহাম্মদ