রাজধানীতে মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ৬২
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকবিক্রি ও সেবনের অভিযোগে ৬২ জনকে গ্রেপ্তার করা হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ। এ সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়।
আজ শনিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ।
ডিএমপির পক্ষ থেকে বলা হয়, গেলো শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে গ্রেপ্তারদের কাছ থেকে ১০ হাজার ৬৪৮ পিস ইয়াবা, ২৬৬ গ্রাম হেরোইন, ৫৬ কেজি ৩২০ গ্রাম গাঁজা, ২৫ বোতল ফেন্সিডিল ও ১২টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ৪৭টি মামলা করা হয়েছে।
তাসনিয়া রহমান