আর্কাইভ থেকে বলিউড

‘ডাংকি’মুক্তির দিন ঘোষণা করলেন শাহরুখ

‘জওয়ান’মুক্তির দ্বিতীয় সপ্তাহ চলছে। ইতিমধ্যেই ছবিটির আয় বিশ্বজুড়ে ৭০০ কোটি পেরিয়ে গিয়েছে। গতকাল শুক্রবার মুম্বাইয়ে সেই উপলক্ষে সাকসেস পার্টির আয়োজন করেছিলেন শাহরুখ খান। আর সেই মঞ্চে বসেই নিজের আগামী ছবির মুক্তির দিন ঘোষণা করলেন শাহরুখ খান।জানিয়ে দিলেন, তার পরবর্তী ছবি ‘ডানকি’ মুক্তি পাবে আগামী ক্রিসমাসেই।

যেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন পরিচালক অ্যাটলি, দীপিকা পাডুকোন, বিজয় সেতুপতিসহ আরও অনেকে। ‘জওয়ান’ সিনেমায় কাজ করা অভিনেত্রীদের প্রশংসা করে শাহরুখ বলেন, ‘দীপিকা সহ ছবির প্রত্যেক নায়িকাই ভীষণ সুন্দর…। বিজয় সেতুপতি আউট স্ট্যান্ডিং, সুনীল গ্রোভার দারুণ। ’ এরপর মজা করে হেসে নিজস্ব স্টাইলে কিং খান বলেন, ‘আর আমার তো জবাব নেই!’

‘জওয়ান’ ছবির সাথে দীপিকা কীভাবে যুক্ত হলেন সে কথা জানিয়েছেন অভিনেত্রী। জানান, হায়দরাবাদে ‘প্রোজেক্ট কে’র জন্য শুটিং করছিলেন তিনি। সেই সময় অ্যাটলি এবং শাহরুখ তার সঙ্গে দেখা করতে যান এবং এই চরিত্রটির বর্ণনা দেন। অনেকেই প্রশ্ন করেছেন, এত স্বল্প সময়ের একটি চরিত্রে অভিনয় করতে কী ভাবে রাজি হলেন দীপিকা? এই প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘আমার চরিত্র কতটা স্ক্রিন টাইম পেল তা বড় নয়। তা কতটা প্রভাব ফেলল সেটাই বড় কথা। ’

সংবাদ সম্মেলন থেকে শাহরুখ খান ঘোষণা করলেন ‘ডাংকি’ ছবির মুক্তির দিন। ‘পাঠান’ ও ‘জওয়ান’ ছবির জন্যই পিছিয়ে গিয়েছিল রাজকুমার হিরানীর নতুন ছবির মুক্তি। শাহরুখ জানালেন, চলতি বছরের বড়দিনেই বড়পর্দায় আসতে চলেছে ‘ডাংকি’।

এএম/

 

এ সম্পর্কিত আরও পড়ুন