বাড়ি ফিরেছেন স্বস্তিকা
হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন টলিটাউনের ঠোঁটকাটা ও সাহসী অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। স্ত্রীরোগ জনিত সমস্যার কারণে ১০ সেপ্টেম্বর অপারেশন হওয়ার কথা ছিল। যেমনটা পরিকল্পনা ছিল, তেমন ভাবেই হয়েছে সবটা।
বৃহস্পতিবার বাড়ি ফিরেছেন এ অভিনেত্রী। ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে বাড়ি ফিরে এখন অনেকটাই সুস্থ আছেন স্বস্তিকা। তবে এখনই কোনও কাজে ফিরছেন না। এই এক মাস নাকি তিনি পুরোপুরি বিশ্রামে থাকবেন। সূত্র বলছে, এখন তাই তিনি কলকাতাতেই রয়েছেন। নভেম্বরে আসার কথা বাংলাদেশে। অভিনেতা চঞ্চল চৌধুরীর সঙ্গে আগামী ছবিতে অভিনয় করার কথা অভিনেত্রীর।
স্বস্তিকার পোস্টেই আভাস পাওয়া গিয়েছিল নায়িকার শারীরিক অসুস্থার। অভিনেত্রী জানান, তিনি রক্ত পরীক্ষা করিয়েছেন। পরিবারে দীর্ঘ দিন ধরে যে ‘দাদা’ রক্ত পরীক্ষা করাতে আসেন, তিনিই এসে রক্ত নিয়ে যান। তার সেই দাদার সঙ্গে একটি ছবিও পোস্ট করেছিলেন নায়িকা।
সেই পোস্টেই তিনি লেখেন, “আমার সামনের সপ্তাহে একটা অপারেশন হবে। তাই আজকে রক্ত নেওয়ার জন্য এসেছিলেন বাড়িতে।” তার এ খবরে উদ্বিগ্ন ছিলেন অনুরাগীদের একাংশ। তারা অনেকেই বার বার জানতে চেয়েছিলেন, কী হয়েছে তার। শোনা যাচ্ছে, সব কিছু মিটিয়ে তিনি এখন অনেকটাই সুস্থ।
বাংলাদেশের ছবি ছাড়াও স্বস্তিকার ঝুলিতে রয়েছে অন্য ভাষার বেশ কিছু কাজ। সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত ওয়েব সিরিজ ‘নিখোঁজ’।
যে সিরিজে স্বস্তিকা ছাড়াও রয়েছেন টোটা রায়চৌধুরী, কনীনিকা বন্দ্যোপাধ্যায়-সহ আরও অনেকে।
সূত্র: জি বাংলা নিউজ